Monday, August 12, 2013

চেনা অচেনা


 অ্যালবামঃ দ্রোহের মন্ত্রে ভালোবাসা 

চেনা অচেনা আলো আধারে
চলতি পথে কোনো বাসের ভীড়ে..
কালো ধোঁয়া ধোঁয়ার এই শহরে
হাঁটছি আমি একা রোদ্দুরে...
আমি এক দিকভ্রান্ত পথিক
হারাই শুধু হারাই তোমার অরণ্যে....
তবুও অজস্র ক্রন্দন মেখে
মত্ত হয়েছি ব্যার্থ প্রলাপে..
বুনে চলেছি অশ্রু প্রপাত
এখানেই যেনো জীবন ধারাপাত...
আমি এক দিকভ্রান্ত পথিক
হারাই শুধু হারাই তোমার অরণ্যে....
নৈশব্দে, অমৃতলোকে করেছি তোমায় রচনা
শব্দপ্রহর ঘুমিয়ে গেলেই
স্বপ্ন তুমি কামনা..
তবুও অজস্র ক্রন্দন মেখে
মত্ত হয়েছি ব্যার্থ প্রলাপে..
বুনে চলেছি অশ্রু প্রপাত
এখানেই যেনো জীবন ধারাপাত...
আমি এক দিকভ্রান্ত পথিক
হারাই শুধু হারাই তোমার অরণ্যে.... 
চেনা অচেনা আলো আধারে
চলতি পথে কোনো বাসের ভীড়ে..
কালো ধোঁয়া ধোঁয়া এই শহরে
হাঁটছি আমি একা রোদ্দুরে...
আমি এক দিকভ্রান্ত পথিক
হারাই শুধু হারাই তোমার অরণ্যে....

No comments:

Post a Comment