অ্যালবামঃ শহরবন্দি
সব ঠিক ঠাক যখন বলো ওলোট পালট হয়ে যায় এলোমেলো সব হয়ে যায় সব ঠিক ঠাক।
সব ঠিক ঠাকের এই শহরে উঁচু নিচু আঁকা সব দেয়ালে নাগরিক সব ফুল ফুটে থাক সব ঠিক ঠাক।
অকারণে বুঁদ হওয়া ভাবনায় এলোমেলো যখন তখন নগরের মতো যেন যানজট মাথার ভেতর থেকে যায় সব ঠিক ঠাক।
No comments:
Post a Comment