Friday, September 27, 2013

ঠিক ঠাক

অ্যালবামঃ শহরবন্দি

সব ঠিক ঠাক যখন বলো
ওলোট পালট হয়ে যায়
এলোমেলো সব হয়ে যায়
সব ঠিক ঠাক।
সব ঠিক ঠাকের এই শহরে
উঁচু নিচু আঁকা সব দেয়ালে
নাগরিক সব ফুল ফুটে থাক
সব ঠিক ঠাক।
অকারণে বুঁদ হওয়া ভাবনায়
এলোমেলো যখন তখন
নগরের মতো যেন যানজট
মাথার ভেতর থেকে যায়
সব ঠিক ঠাক।

No comments:

Post a Comment