অ্যালবামঃ দ্রোহের মন্ত্রে ভালোবাসা
ওম অখণ্ডমণ্ডলাকারং ,ব্যাপ্তং যেন চরাচরম্ তত্পদং দর্শিতং যেন, তস্মৈ শ্রীগুরবে নমঃ
লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লা ইন্নাল হা’মদা ওয়াননি’মাতা লাকা ওয়ালমুলক’ লা শারিকা লা
বুদ্ধং শরণং গচ্ছামি ধর্মং শরণং গচ্ছামি সঙ্ঘং শরণং গচ্ছামি
বল হরি, হরিবোল, তীর্থে যাবো বিভেদের মন্ত্রে স্বর্গ পাবো;
লা ইলাহা ইল্লাল্লাহ্, মানুষ কোরবানী মাশাল্লাহ্!
হালেলুইয়া জেসাস ক্রাইস্ট, ধর্মযুদ্ধে ক্রুসেড বেস্ট!
Saturday, August 24, 2013
ওম
Wednesday, August 21, 2013
কবিয়াল
অ্যালবামঃ দ্রোহের মন্ত্রে ভালোবাসা
ভীষণ গন্ধ ডুমুর ফুলে,মাকালের লাল মেখে শুকনো নদী বুকে,রাতের রোদ্দুরে বুনেছি ঘাসফুল কবিতা তুমি কবের কবিতা?
কাক ডাকা ভোরে হৃদয় উজাড় করে গদ্যের যুক্তিতে ছন্দ শেখাও? আমি কবিয়াল নই আমি কবিয়াল নই নই গানের মিছিল কোন!
মগজের বালুচরে ভীষণ অসম্ভবে শুভ্র হাসি আঁকে এই কালো ছেলে। ভীষণ গন্ধ ডুমুর ফুলে!
বখাটে রাতে চোখ বুজি ভূত নয়,পাই স্বপ্ন ভয় দেখি ভেঙচি কাটে দেখি ভেঙচি কাটে দেখি ভেঙচি কাটে, দেখি আধমরা সভ্যতা!
শুকনো পেটে যখন ছুঁচোয় দিচ্ছে ডন মনে হয় আমি কোন শিল্পী নই আমি শিল্পী নই নই রঙের ধারা কোন স্পর্ধার আগুনে গড়া বাঙালি দেহখানা কাঙ্গালের মতো কোন স্বপ্ন দেখেনা।
ভীষণ গন্ধ ডুমুর ফুলে,মাকালের লাল মেখে শুকনো নদী বুকে রাতের রোদ্দুরে বুনেছি ঘাসফুল কবিতা...
Tuesday, August 20, 2013
চতুর্দিকে
অ্যালবামঃ দ্রোহের মন্ত্রে ভালোবাসা
চতুর্দিকে ভীষণ আঁধার বিষণ্ণ সবই আমি তখন একলা ঘরে কাহারে ভাবি? কাহারে ভাবি?
চতুর্দিকে ভীষণ আঁধার বিষণ্ণ সবই আমি তখন একলা ঘরে কাহারে ভাবি? তাহারে ভাবি।
কালা পানি, ভালা নয়তো কেউ চায়না দিতে সায় আমি দেখি তাহার ভিতর কাহার মুখ দেখা যায়, মুখ দেখা যায়...
এমন আঁধার এমন কালায় পথ হারাইয়া পথ কিসেরো ভেতরে আমি পাবো যে তাহায়, পাবো যে তাহায়...
চতুর্দিকে ভীষণ আঁধার বিষণ্ণ সবই আমি তখন একলা ঘরে কাহারে ভাবি? তাহারে ভাবি।
Monday, August 19, 2013
আমার শহর
অ্যালবামঃ দ্রোহের মন্ত্রে ভালোবাসা
আমার শহর খুব সহজে একলা পাখির মতো ভিজতে থাকে; কেউ জানে না কোন তীব্র শ্লোগান মুখর হতে এই শহরে।
সেটা কোন সময়ে হঠাৎ চোখে, বিজলী ঝলক মুখর শ্লোগান এই শহরে।
দূর মেঘ মেঘ মেঘ... দূর মেঘলা আকাশ...
জানো কি
অ্যালবামঃ দ্রোহের মন্ত্রে ভালোবাসা
জানো কি, কতটা ক্লান্ত হলে পেছনের পথ পেছনেই পড়ে থাকে জানো কি, কি করে স্বদেশ হারায়ে কিভাবেই আমি কিভাবেই তুমি পরবাসী...
আমি জানি সেই পথ দূর... ঠিকানা খুঁজে আর লাভ কি?
আমরা কেবল বেড়ে উঠি, আকাশ ফুঁড়ে মেঘে মেঘে দ্বন্দ্বময় বালিঘড়ি, প্রথম সকাল নাকি গোধুলী;
তবু কেন ফিরে পেতে চাওয়া যা কিছু আড়াল কুয়াশায়
জানো কি তুমি জানো, হারালো যেথা শৈশব, কৈশোর জানো কি তুমি জানো, কোন ভুলে হারালে তোমার স্বদেশ
জানো তুমি জানো, নাকি সব অজানায়? জানো তুমি জানো, নাকি সব অজানায়?
Subscribe to:
Posts (Atom)