Sunday, October 20, 2013

পাথুরে দেবী

অ্যালবামঃ শহরবন্দি

পাথুরে দেবী, পাতার পাখনা গায়ে
স্নান জ্বলে নিহত অগ্নিমাছ
নেইকো মানুষ, সুর্যের দিকে যাই,
ট্রাফিক ভিড়ে সহস্র পঙ্খীরাজ।
আনমনা লোকটা এখনও দাঁড়িয়ে একা
রোজকার রেলগাড়ি রেলগাড়ি বিকেল
ময়দানে লড়াই মহিষে মহিষে আজ
খুন হবে প্রজ্বাল ঐ চাঁদ।
সিলিংএ ঝুলছে রুপবতী লাশ
মহাশূন্যের মত একা একা
শহরে আজো বৃষ্টি হবে না তাই
কাঁচ পোকাদের নেই দেখা। 
জলজ ঘ্রানের নুন, অনেকটা প্রাচীন
খোলসের মত আছে পড়ে
করোটির ভেতরে জমাট অন্ধকার
অক্ষরগুলো শুধু ওড়ে।

Sunday, October 13, 2013

চার চার চৌকো

অ্যালবামঃ শহরবন্দি

চার চার চৌকো জানালায়
আমায় দেখে হাতটা বাড়ায়।
আকাশ দেখে দিচ্ছি ছুট
মাথার ভেতর শব্দজট
আমার চোখে লাগায়।
আকাশ আমার আমি তোমার কাছে যাবো
আমার চৌকো আকাশ আমি তোমার...

Thursday, October 10, 2013

শহরবন্দি

অ্যালবামঃ শহরবন্দি

শহরবন্দি মেঘ, ঘুরে ঘুরে একা
আমাদের এই সুবর্ন নগরে
আমিও পেতেছি কান, শুনি বৃক্ষের ক্রন্দন
ধূসর রাজপথের প্রান্তরে...
চন্দ্রগ্রস্থ ভোর বড় বিদায় বিদায়
তুমি এখনও দেখো সুর্যলোকের ভোর
তুমি গাইতেই পার গান, এই সুবর্ন নগরে
ভুলে যেতে পার ইতিহাস অর্থহীন নগরকালে...
কেটে ফেলা গাছ ভুলে যাবে সব শোক
কিছু সবুজ পাতার ক্রন্দন তুলে রেখো
ভেজা ভেজা চোখে কান্না লুকাতে পারো
ভুলে যেতে পার চাইলেই বারবার.. 
তুমি গাইতেই পার গান, এই সুবর্ন নগরে
ভুলে যেতে পার ইতিহাস অর্থহীন নগরকালে...

Tuesday, October 8, 2013

কুমারী

অ্যালবামঃ শহরবন্দি

কুমারী উত্তর দাও তুমি
যে বাক্য অশ্রুত অন্ধকার
আমার হৃদয় প্রবল ঝোঁকে
চাপ দেয় তোমার হৃদয়ে
যদি কখনো দেখি
রূপান্তরে তোমার অস্থিরতা…
তবে সেই অস্থিরতায়
আমি তোমাকে প্রেমের আগে
তোমার প্রেমকে ভালোবাসি।
কুমারী বন্ধ চোখে ভাবো
আকাশ তোমার আঁচল
তোমার চোখের নদীতে
বৃষ্টির যত গান
নীরবতার অপর পাড়ে মুখর
কলতান...
তবে সেই অস্থিরতায়
আমি তোমাকে প্রেমের আগে
তোমার প্রেমকে ভালোবাসি।