অ্যালবামঃ শহরবন্দি
কুমারী উত্তর দাও তুমি যে বাক্য অশ্রুত অন্ধকার আমার হৃদয় প্রবল ঝোঁকে চাপ দেয় তোমার হৃদয়ে যদি কখনো দেখি রূপান্তরে তোমার অস্থিরতা…
তবে সেই অস্থিরতায় আমি তোমাকে প্রেমের আগে তোমার প্রেমকে ভালোবাসি।
কুমারী বন্ধ চোখে ভাবো আকাশ তোমার আঁচল তোমার চোখের নদীতে বৃষ্টির যত গান নীরবতার অপর পাড়ে মুখর কলতান...
তবে সেই অস্থিরতায় আমি তোমাকে প্রেমের আগে তোমার প্রেমকে ভালোবাসি।
No comments:
Post a Comment