Thursday, January 30, 2014

রঙ্গীন ফেরেশতা

অ্যালবামঃ শহরবন্দি মন গেছে মেঘের বাড়িতে আকাশ দিয়েছে ডুব মাতাল তারা রাতের সাথে হেসেই হবে খুন আমার সারা গায়ে তোমার শহরের ধূলো মেখে চলছি বিপুল অন্ধকারে একি রাস্তায় একি পৃথিবীর জলে জলছি বিপুল অন্ধকারে মন গেছে মেঘের বাড়িতে আকাশ দিয়েছে ডুব মাতাল তারা রাতের সাথে হেসেই হবে খুন শহরের কাছে রেখেছি জমা ময়লা জামার দাগ রঙ্গীন ফেরেশতা উড়ে বসে ভাবনায় চাঁদের ব্লেডে যাচ্ছে কেটে মুহুর্তু মুহুর্ত রঙ্গীন ফেরেশতা উড়ে বসে ভাবনায় একি রাস্তায় একি পৃথিবীর জলে জলছি বিপুল অন্ধকারে মন গেছে মেঘের বাড়িতে আকাশ দিয়েছে ডুব মাতাল তারা রাতের সাথে হেসেই হবে খুন

No comments:

Post a Comment