অ্যালবামঃ শহরবন্দি
মন গেছে মেঘের বাড়িতে
আকাশ দিয়েছে ডুব
মাতাল তারা রাতের সাথে
হেসেই হবে খুন
আমার সারা গায়ে
তোমার শহরের ধূলো মেখে
চলছি বিপুল অন্ধকারে
একি রাস্তায় একি পৃথিবীর জলে
জলছি বিপুল অন্ধকারে
মন গেছে মেঘের বাড়িতে
আকাশ দিয়েছে ডুব
মাতাল তারা রাতের সাথে
হেসেই হবে খুন
শহরের কাছে রেখেছি জমা
ময়লা জামার দাগ
রঙ্গীন ফেরেশতা উড়ে বসে ভাবনায়
চাঁদের ব্লেডে যাচ্ছে কেটে মুহুর্তু মুহুর্ত
রঙ্গীন ফেরেশতা উড়ে বসে ভাবনায়
একি রাস্তায় একি পৃথিবীর জলে
জলছি বিপুল অন্ধকারে
মন গেছে মেঘের বাড়িতে
আকাশ দিয়েছে ডুব
মাতাল তারা রাতের সাথে
হেসেই হবে খুন
মেঘদল
মেঘদলের সব গানের লিরিক এবং মেঘদল সম্পর্কিত সকল তথ্য নিয়ে এই ব্লগ।
Thursday, January 30, 2014
Sunday, October 20, 2013
পাথুরে দেবী
অ্যালবামঃ শহরবন্দি
পাথুরে দেবী, পাতার পাখনা গায়ে স্নান জ্বলে নিহত অগ্নিমাছ নেইকো মানুষ, সুর্যের দিকে যাই, ট্রাফিক ভিড়ে সহস্র পঙ্খীরাজ।
আনমনা লোকটা এখনও দাঁড়িয়ে একা রোজকার রেলগাড়ি রেলগাড়ি বিকেল ময়দানে লড়াই মহিষে মহিষে আজ খুন হবে প্রজ্বাল ঐ চাঁদ।
সিলিংএ ঝুলছে রুপবতী লাশ মহাশূন্যের মত একা একা শহরে আজো বৃষ্টি হবে না তাই কাঁচ পোকাদের নেই দেখা।
জলজ ঘ্রানের নুন, অনেকটা প্রাচীন খোলসের মত আছে পড়ে করোটির ভেতরে জমাট অন্ধকার অক্ষরগুলো শুধু ওড়ে।
Sunday, October 13, 2013
চার চার চৌকো
অ্যালবামঃ শহরবন্দি
চার চার চৌকো জানালায় আমায় দেখে হাতটা বাড়ায়।
আকাশ দেখে দিচ্ছি ছুট মাথার ভেতর শব্দজট আমার চোখে লাগায়।
আকাশ আমার আমি তোমার কাছে যাবো আমার চৌকো আকাশ আমি তোমার...
Thursday, October 10, 2013
শহরবন্দি
অ্যালবামঃ শহরবন্দি
শহরবন্দি মেঘ, ঘুরে ঘুরে একা আমাদের এই সুবর্ন নগরে আমিও পেতেছি কান, শুনি বৃক্ষের ক্রন্দন ধূসর রাজপথের প্রান্তরে...
চন্দ্রগ্রস্থ ভোর বড় বিদায় বিদায় তুমি এখনও দেখো সুর্যলোকের ভোর
তুমি গাইতেই পার গান, এই সুবর্ন নগরে ভুলে যেতে পার ইতিহাস অর্থহীন নগরকালে...
কেটে ফেলা গাছ ভুলে যাবে সব শোক কিছু সবুজ পাতার ক্রন্দন তুলে রেখো ভেজা ভেজা চোখে কান্না লুকাতে পারো ভুলে যেতে পার চাইলেই বারবার..
তুমি গাইতেই পার গান, এই সুবর্ন নগরে ভুলে যেতে পার ইতিহাস অর্থহীন নগরকালে...
Tuesday, October 8, 2013
কুমারী
অ্যালবামঃ শহরবন্দি
কুমারী উত্তর দাও তুমি যে বাক্য অশ্রুত অন্ধকার আমার হৃদয় প্রবল ঝোঁকে চাপ দেয় তোমার হৃদয়ে যদি কখনো দেখি রূপান্তরে তোমার অস্থিরতা…
তবে সেই অস্থিরতায় আমি তোমাকে প্রেমের আগে তোমার প্রেমকে ভালোবাসি।
কুমারী বন্ধ চোখে ভাবো আকাশ তোমার আঁচল তোমার চোখের নদীতে বৃষ্টির যত গান নীরবতার অপর পাড়ে মুখর কলতান...
তবে সেই অস্থিরতায় আমি তোমাকে প্রেমের আগে তোমার প্রেমকে ভালোবাসি।
Subscribe to:
Posts (Atom)