Wednesday, September 25, 2013

নেফারতিতি


অ্যালবামঃ নিয়ন আলোয় স্বাগতম ( মিক্সড্ )

যাচ্ছো চলে নেফারতিতি বিষন্ন চুল উড়ছে হাওয়ায় সবুজ আকাশ দূরে সরে যায় পথের এখনো কিছুটা বাকি...
এখনি নামবে সন্ধ্যা পৃথিবীর পুরোনো পথে ল্যাম্পোস্ট নতজানু প্রার্থনায় একা দাঁড়িয়ে থাকে এ…এহে…এ……এহে……হে…
হাত বাড়িয়ে ছুয়ে দিতে তুমি পারো না একা চাঁদ চাঁদের কঙ্কাল হেটে যেতে যেতে ভুল পথে তুমি থামো না খুজো না উদার আকাশ কিছু সূর্যবন্দী মেঘ কিছু বিস্মরনের নদী বয়ে যায় তোমার আত্মার কাছাকাছি নেফারতিতি
যাবেই চলে চলে নেফারতিতি বিষন্ন চুল উড়ছে হাওয়ায় সবুজ আকাশ দূরে সরে যায় শহরে আজো বৃষ্টি নেই তোমার শঙ্খ শরীরে জলপদ্ম রেখা এখনি যেওনা অন্ধকারে আমাকে ফেলে একা...

No comments:

Post a Comment