Tuesday, October 8, 2013

কুমারী

অ্যালবামঃ শহরবন্দি

কুমারী উত্তর দাও তুমি
যে বাক্য অশ্রুত অন্ধকার
আমার হৃদয় প্রবল ঝোঁকে
চাপ দেয় তোমার হৃদয়ে
যদি কখনো দেখি
রূপান্তরে তোমার অস্থিরতা…
তবে সেই অস্থিরতায়
আমি তোমাকে প্রেমের আগে
তোমার প্রেমকে ভালোবাসি।
কুমারী বন্ধ চোখে ভাবো
আকাশ তোমার আঁচল
তোমার চোখের নদীতে
বৃষ্টির যত গান
নীরবতার অপর পাড়ে মুখর
কলতান...
তবে সেই অস্থিরতায়
আমি তোমাকে প্রেমের আগে
তোমার প্রেমকে ভালোবাসি।

Saturday, September 28, 2013

রোদের ফোঁটা

অ্যালবামঃ শহরবন্দি

শূন্যতায় ভেসে গেছে
শহরের সব পথঘাট
ফিরবে না গতকাল জানি
ফিরবে না আগামীকাল।
তবু চাইছি তোমাকেই
তুলে নিতে অঞ্জলিতে
রোদের ফোঁটা।
শোন কবি, শোন কবিতা
ভাঙো দীর্ঘ মূর্ছনা।
রাখো এইখানে হাতটুকু
তবু চলে যেতে বোলো না।
শূন্যতায় ঢেকে গেছে
শহরের বাকী ইতিহাস
ফিরবো না তুমি আর আমি
ফিরবো না হয়তো আবার।
তবু চাইছি তোমাকেই
তুলে নিতে অঞ্জলিতে
রোদের ফোঁটা।
শূন্যতার শোকসভা
শূন্যতার যত গান
দিলাম তোমার মুকুটে
আমার যত অভিমান।
শূন্যতায় ডুবে গেছে
শহরের সব পথঘাট
ফিরবে না গতকাল জানি
ফিরবে না আগামীকাল।
তবু চাইছি তোমাকেই
তুলে নিতে অঞ্জলিতে
রোদের ফোঁটা।

Friday, September 27, 2013

ঠিক ঠাক

অ্যালবামঃ শহরবন্দি

সব ঠিক ঠাক যখন বলো
ওলোট পালট হয়ে যায়
এলোমেলো সব হয়ে যায়
সব ঠিক ঠাক।
সব ঠিক ঠাকের এই শহরে
উঁচু নিচু আঁকা সব দেয়ালে
নাগরিক সব ফুল ফুটে থাক
সব ঠিক ঠাক।
অকারণে বুঁদ হওয়া ভাবনায়
এলোমেলো যখন তখন
নগরের মতো যেন যানজট
মাথার ভেতর থেকে যায়
সব ঠিক ঠাক।

Thursday, September 26, 2013

মুঠোফোন

অ্যালবামঃ শহরবন্দি

করতলে চিহ্ন মেঘের স্বর
লোকাল বাসে বাড়ি ফেরা প্রিয় মুখ
হৃদয়ের কাছে ব্যর্থ মুঠোফোন
দিন রাত্রি গুনগুন
হ্যালোজেন রোদ চিলতে বারান্দায়
টিকটিকি তাই বলছে ভবিষ্যত
তোমার আমার যৌথ ডানা আর আকাশ
আর কিছু অবিনাশী গান
হ্যালোজেন রোদ চিলতে বারান্দায়
টিকটিকি তাই বলছে ভবিষ্যত
পলিথিনমোড়া আকাশ দিয়েছে ডুব
তোমরা রয়েছো যার যার জানালায়
তোমার আমার যৌথ শামুকবাস
আর কিছু অবিনাশী গান
হ্যালোজেন রোদ চিলতে বারান্দায়
টিকটিকি তাই বলছে ভবিষ্যত…

Wednesday, September 25, 2013

নেফারতিতি


অ্যালবামঃ নিয়ন আলোয় স্বাগতম ( মিক্সড্ )

যাচ্ছো চলে নেফারতিতি বিষন্ন চুল উড়ছে হাওয়ায় সবুজ আকাশ দূরে সরে যায় পথের এখনো কিছুটা বাকি...
এখনি নামবে সন্ধ্যা পৃথিবীর পুরোনো পথে ল্যাম্পোস্ট নতজানু প্রার্থনায় একা দাঁড়িয়ে থাকে এ…এহে…এ……এহে……হে…
হাত বাড়িয়ে ছুয়ে দিতে তুমি পারো না একা চাঁদ চাঁদের কঙ্কাল হেটে যেতে যেতে ভুল পথে তুমি থামো না খুজো না উদার আকাশ কিছু সূর্যবন্দী মেঘ কিছু বিস্মরনের নদী বয়ে যায় তোমার আত্মার কাছাকাছি নেফারতিতি
যাবেই চলে চলে নেফারতিতি বিষন্ন চুল উড়ছে হাওয়ায় সবুজ আকাশ দূরে সরে যায় শহরে আজো বৃষ্টি নেই তোমার শঙ্খ শরীরে জলপদ্ম রেখা এখনি যেওনা অন্ধকারে আমাকে ফেলে একা...