Saturday, August 24, 2013

ওম


অ্যালবামঃ দ্রোহের মন্ত্রে ভালোবাসা


ওম অখণ্ডমণ্ডলাকারং ,ব্যাপ্তং যেন চরাচরম্ তত্পদং দর্শিতং যেন, তস্মৈ শ্রীগুরবে নমঃ
লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লা ইন্নাল হা’মদা ওয়াননি’মাতা লাকা ওয়ালমুলক’ লা শারিকা লা
বুদ্ধং শরণং গচ্ছামি ধর্মং শরণং গচ্ছামি সঙ্ঘং শরণং গচ্ছামি
বল হরি, হরিবোল, তীর্থে যাবো বিভেদের মন্ত্রে স্বর্গ পাবো;
লা ইলাহা ইল্লাল্লাহ্, মানুষ কোরবানী মাশাল্লাহ্‌!
হালেলুইয়া জেসাস ক্রাইস্ট, ধর্মযুদ্ধে ক্রুসেড বেস্ট!

Wednesday, August 21, 2013

কবিয়াল


অ্যালবামঃ দ্রোহের মন্ত্রে ভালোবাসা


ভীষণ গন্ধ ডুমুর ফুলে,মাকালের লাল মেখে শুকনো নদী বুকে,রাতের রোদ্দুরে বুনেছি ঘাসফুল কবিতা তুমি কবের কবিতা?
কাক ডাকা ভোরে হৃদয় উজাড় করে গদ্যের যুক্তিতে ছন্দ শেখাও? আমি কবিয়াল নই আমি কবিয়াল নই নই গানের মিছিল কোন!
মগজের বালুচরে ভীষণ অসম্ভবে শুভ্র হাসি আঁকে এই কালো ছেলে। ভীষণ গন্ধ ডুমুর ফুলে!
বখাটে রাতে চোখ বুজি ভূত নয়,পাই স্বপ্ন ভয় দেখি ভেঙচি কাটে দেখি ভেঙচি কাটে দেখি ভেঙচি কাটে, দেখি আধমরা সভ্যতা!
শুকনো পেটে যখন ছুঁচোয় দিচ্ছে ডন মনে হয় আমি কোন শিল্পী নই আমি শিল্পী নই নই রঙের ধারা কোন স্পর্ধার আগুনে গড়া বাঙালি দেহখানা কাঙ্গালের মতো কোন স্বপ্ন দেখেনা।
ভীষণ গন্ধ ডুমুর ফুলে,মাকালের লাল মেখে শুকনো নদী বুকে রাতের রোদ্দুরে বুনেছি ঘাসফুল কবিতা...

Tuesday, August 20, 2013

চতুর্দিকে


অ্যালবামঃ দ্রোহের মন্ত্রে ভালোবাসা


চতুর্দিকে ভীষণ আঁধার বিষণ্ণ সবই আমি তখন একলা ঘরে কাহারে ভাবি? কাহারে ভাবি?
চতুর্দিকে ভীষণ আঁধার বিষণ্ণ সবই আমি তখন একলা ঘরে কাহারে ভাবি? তাহারে ভাবি।
কালা পানি, ভালা নয়তো কেউ চায়না দিতে সায় আমি দেখি তাহার ভিতর কাহার মুখ দেখা যায়, মুখ দেখা যায়...
এমন আঁধার এমন কালায় পথ হারাইয়া পথ কিসেরো ভেতরে আমি পাবো যে তাহায়, পাবো যে তাহায়...
চতুর্দিকে ভীষণ আঁধার বিষণ্ণ সবই আমি তখন একলা ঘরে কাহারে ভাবি? তাহারে ভাবি।

Monday, August 19, 2013

আমার শহর


অ্যালবামঃ দ্রোহের মন্ত্রে ভালোবাসা


আমার শহর খুব সহজে একলা পাখির মতো ভিজতে থাকে; কেউ জানে না কোন তীব্র শ্লোগান মুখর হতে এই শহরে।
সেটা কোন সময়ে হঠাৎ চোখে, বিজলী ঝলক মুখর শ্লোগান এই শহরে।
দূর মেঘ মেঘ মেঘ... দূর মেঘলা আকাশ...

জানো কি


অ্যালবামঃ দ্রোহের মন্ত্রে ভালোবাসা


জানো কি, কতটা ক্লান্ত হলে পেছনের পথ পেছনেই পড়ে থাকে জানো কি, কি করে স্বদেশ হারায়ে কিভাবেই আমি কিভাবেই তুমি পরবাসী...
আমি জানি সেই পথ দূর... ঠিকানা খুঁজে আর লাভ কি?
আমরা কেবল বেড়ে উঠি, আকাশ ফুঁড়ে মেঘে মেঘে দ্বন্দ্বময় বালিঘড়ি, প্রথম সকাল নাকি গোধুলী;
তবু কেন ফিরে পেতে চাওয়া যা কিছু আড়াল কুয়াশায়
জানো কি তুমি জানো, হারালো যেথা শৈশব, কৈশোর জানো কি তুমি জানো, কোন ভুলে হারালে তোমার স্বদেশ
জানো তুমি জানো, নাকি সব অজানায়? জানো তুমি জানো, নাকি সব অজানায়?

Saturday, August 17, 2013

মেঘ


অ্যালবামঃ দ্রোহের মন্ত্রে ভালোবাসা


আমি হেটে যাই মেঘের কাছে আমি হেটে যাই মেঘের কাছে প্রশ্বাসে ছুয়েঁছি আকাশ দুঃখ ছুঁয়ে যায় বাতাশে বাতাসে
আমার সকল পাপ ক্ষমা করে দিও তুমি মেঘ, ভালোবাসা হয়ো তুমি পরজনমে;
বুকের আকাশ খুলে দাঁড়িয়ে শূণ্যে, সকল শূণ্যতা চোখে নিয়ে আমি হেটে যাই মেঘের কাছে...
আমি হেটে যাই মেঘের কাছে...

Thursday, August 15, 2013

ক্রুসেড


অ্যালবামঃ দ্রোহের মন্ত্রে ভালোবাসা


মানুষের ক'জন ভগবান?
ক'জনে ভাগ্য লিখেন,
ক'জন জীবন সামলান?
আকাশে উড়ছে বোমারু ভগবান,
মানুষ ঝলসে যিনি গণতন্ত্র এনে দেন।
মাটিতে পুতে আছে ক্লাস্টার ফুল,
ছুয়ে দিলে জ্বলে ওঠে, সে তো শিশুদের ভুল।
দু'হাত হারিয়ে ডানা কাটা পরী আজ যে শিশু,
শুনতে কী পাও তার চিৎকার পশ্চিমা যীশু?
পৃথিবী জুড়ে চলছে যখন প্রতিবাদ আর প্রতিরোধ মিছিল,
পিশাচের হাতে, হাত মেলালেন ব্লেয়ার, জ্যাক শিরাক, ভ্লাদিমির পুতিন।
ওরা রক্তের হিস্যা বুঝে নিতে চায় বুঝি গ্যালন গ্যালন!

ব্যবচ্ছেদ


অ্যালবামঃ দ্রোহের মন্ত্রে ভালোবাসা


চতুর্মাত্রিকায় ভূমন্ডলায়ন নারায়ণি নমস্তুতে
প্রেত সর্বস্বতায় উলঙ্গ তরবারি নাচে ধমণীতে…
“ একটা ব্যবচ্ছেদ যন্ত্র একটা হাইড্রোজেন স্ট্রফি নিয়ে যা খুশী কর
দেখবে সম্ভব হয়েছে উত্কৃষ্টতম আণবিক বিস্ফোরণ,
তারপর ভাব হোক ভ্রুণের মজাদার সব বিকৃতি,
একেই বলে প্রসন্ন নরমেদ এটা কিন্তু বেশ গণতান্ত্রিকও বটে !
ছিন্ন ভিন্ন মানুষ বিনা যে গণতন্ত্র হয় না
মুক্ত বিশ্বে সমানভাবে প্রত্যেকে উন্নত উর্ধ্বমুখী হবে,
অন্তিম সেই প্রোজ্জ্বল তেজস্ক্রিয়তার ভেতর “
চতুর্মাত্রিকায় ভূমন্ডলায়ন নারায়ণি নমস্তুতে
প্রেত সর্বস্বতায় উলঙ্গ তরবারি নাচে ধমণীতে…
চুপসে যাওয়া বেলুন মুখরতা
হায় ! হায় ! হায় ! মানবতা ! মানবতা !
নিভে যাওয়া বোধ আর জ্বলে উঠা ক্রোধ গড়ে তোলে ধ্বংসের মহাকাল…
শত শত ব্যবচ্ছেদে লেগে থাকা ক্রন্দন আর ভুলে যাওয়া ইতিহাস তোমাদের বুকের স্পন্দন,
অস্থিরতায়, নিমগ্নতায় পুড়ছে স্বদেশ পুড়ছে সবাই
তবুও রুখে দাঁড়াই আমরা
ঘুরে দাঁড়াই আমরা
ফিরে দাঁড়াই।

Wednesday, August 14, 2013

আকাশ মেঘে ঢাকা


অ্যালবামঃ দ্রোহের মন্ত্রে ভালোবাসা

আকাশ মেঘে ঢাকা
ঢেকে যায় সব রোদ
ছায়া ছায়া অন্ধকারে
উড়ে যায় সব বোধ
আকাশ মেঘে ঢাকা ...
উড়ে যায় বিষণ্ন পাখি
আমি একা জেগে থাকি
অন্ধকারের গান
উড়ায় না অভিমান
আমরা তবু জেগে থাকি
উড়ে যায় বিষণ্ন পাখি ...
চোখের জলে আগুন জ্বলে
বৃষ্টি তুমি জান কি?
চোখে চেতনায় অন্য আলো
স্তব্ধ সময় বোঝ কি?
আকাশ মেঘে ঢাকা
ঢেকে যায় সব রোদ
ছায়া ছায়া অন্ধকারে
উড়ে যায় সব বোধ
আকাশ মেঘে ঢাকা ...

Monday, August 12, 2013

ছেলেবেলা


অ্যালবামঃ দ্রোহের মন্ত্রে ভালোবাসা

এই জল কতো
কোন বাক্সে কী বিস্কুট,
মারকুটে চেহারার বিষ্ণু বলে দে ছুট
ফ্লাস্কে জল কতো ?
কোন বাক্সে কী বিস্কুট
মারকুটে চেহারার বিষ্ণু বলে দে ছুট...
স্কুলের গরাদ,
পেরুলে মার্বেল মাঠ,
আজ ঠেকাচ্ছে কে বলো
আমরা চারে চারে আট...
মুরুব্বির ফেলে দেয়া বিড়ির টুকরো,
বারুদ রাংতায় আমাদের নতুন আকাশ।
বইয়ের প্যাকের ফাঁকে
ধার দেয়া লাল সুতো,
ব্হুদূরে উড়ে যেতো
আমাদের খুশি কতো কতো...
অচেনা মেঘের ছাদে
কে যেন জন আজো লিখে পাঠায়,
যদিও বদলায়নি আকাশ
ধুলো ঘন ঘন রঙ বদলায়,
পুরোনো গানটা দূর সুরে আজো ভিজে যায়
ছোট্ট গ্রামোফোন বনেদী আসবাব,নিশ্চুপ জলসায়...
প্যাসকেলে আঁকা ঘর-বাড়ি
কাঠকয়লায় বর্ণমালা,
ধানক্ষেতে বই ছুড়ে ফেলি
শেষ হয়ে যায় অঙ্ক কষা...
পলকের এক ছেলেবেলা
পলকের এক ছেলেবেলা
পলকের এক ছেলেবেলা...

চেনা অচেনা


 অ্যালবামঃ দ্রোহের মন্ত্রে ভালোবাসা 

চেনা অচেনা আলো আধারে
চলতি পথে কোনো বাসের ভীড়ে..
কালো ধোঁয়া ধোঁয়ার এই শহরে
হাঁটছি আমি একা রোদ্দুরে...
আমি এক দিকভ্রান্ত পথিক
হারাই শুধু হারাই তোমার অরণ্যে....
তবুও অজস্র ক্রন্দন মেখে
মত্ত হয়েছি ব্যার্থ প্রলাপে..
বুনে চলেছি অশ্রু প্রপাত
এখানেই যেনো জীবন ধারাপাত...
আমি এক দিকভ্রান্ত পথিক
হারাই শুধু হারাই তোমার অরণ্যে....
নৈশব্দে, অমৃতলোকে করেছি তোমায় রচনা
শব্দপ্রহর ঘুমিয়ে গেলেই
স্বপ্ন তুমি কামনা..
তবুও অজস্র ক্রন্দন মেখে
মত্ত হয়েছি ব্যার্থ প্রলাপে..
বুনে চলেছি অশ্রু প্রপাত
এখানেই যেনো জীবন ধারাপাত...
আমি এক দিকভ্রান্ত পথিক
হারাই শুধু হারাই তোমার অরণ্যে.... 
চেনা অচেনা আলো আধারে
চলতি পথে কোনো বাসের ভীড়ে..
কালো ধোঁয়া ধোঁয়া এই শহরে
হাঁটছি আমি একা রোদ্দুরে...
আমি এক দিকভ্রান্ত পথিক
হারাই শুধু হারাই তোমার অরণ্যে....

Sunday, August 11, 2013

আশ্চর্য মেঘদল!


— শার্ল বোদলেয়ার
অনুবাদ - বুদ্ধদেব­ বসু


বলো আমাকে রহস্যময় মানুষ, কাকে তুমি
সবচেয়ে ভালবাসো?
তোমার পিতা, মাতা, ভ্রাতা অথবা ভগ্নীকে?
পিতা, মাতা, ভ্রাতা অথবা ভগ্নী-কিছুই নেই আমার।
তোমার বন্ধুরা?
ঐ শব্দের অর্থ আমি কখনোই জানিনি।
তোমার দেশ?
জানি না কোন্ দ্রাঘিমায় তার অবস্থান।
সৌন্দর্য?
পারতাম বটে তাকে ভালবাসতে- দেবী তিনি অমরা।
কাঞ্চন?
ঘৃণা করি কাঞ্চন, যেমন তোমরা ঘৃণা করো ঈশ্বরকে।
বলো তবে, অদ্ভুত অচেনা মানুষ, কী ভালবাসো তুমি?
আমি ভালবাসি মেঘ, চলিষ্ণু মেঘ...উঁচুতে…ঐ উঁচুতে...
আমি ভালবাসি আশ্চর্য মেঘদল।

( মেঘদলের প্রথম অ্যালবাম এর কাভারে নামের উৎস হিসেবে "আমি ভালবাসি আশ্চর্য মেঘদল।" এই লাইনটির কথা বলা আছে। )