অ্যালবামঃ দ্রোহের মন্ত্রে ভালোবাসা
মানুষের ক'জন ভগবান? ক'জনে ভাগ্য লিখেন, ক'জন জীবন সামলান?
আকাশে উড়ছে বোমারু ভগবান, মানুষ ঝলসে যিনি গণতন্ত্র এনে দেন।
মাটিতে পুতে আছে ক্লাস্টার ফুল, ছুয়ে দিলে জ্বলে ওঠে, সে তো শিশুদের ভুল।
দু'হাত হারিয়ে ডানা কাটা পরী আজ যে শিশু, শুনতে কী পাও তার চিৎকার পশ্চিমা যীশু?
পৃথিবী জুড়ে চলছে যখন প্রতিবাদ আর প্রতিরোধ মিছিল, পিশাচের হাতে, হাত মেলালেন ব্লেয়ার, জ্যাক শিরাক, ভ্লাদিমির পুতিন।
ওরা রক্তের হিস্যা বুঝে নিতে চায় বুঝি গ্যালন গ্যালন!
No comments:
Post a Comment