অ্যালবামঃ দ্রোহের মন্ত্রে ভালোবাসা
জানো কি, কতটা ক্লান্ত হলে পেছনের পথ পেছনেই পড়ে থাকে জানো কি, কি করে স্বদেশ হারায়ে কিভাবেই আমি কিভাবেই তুমি পরবাসী...
আমি জানি সেই পথ দূর... ঠিকানা খুঁজে আর লাভ কি?
আমরা কেবল বেড়ে উঠি, আকাশ ফুঁড়ে মেঘে মেঘে দ্বন্দ্বময় বালিঘড়ি, প্রথম সকাল নাকি গোধুলী;
তবু কেন ফিরে পেতে চাওয়া যা কিছু আড়াল কুয়াশায়
জানো কি তুমি জানো, হারালো যেথা শৈশব, কৈশোর জানো কি তুমি জানো, কোন ভুলে হারালে তোমার স্বদেশ
জানো তুমি জানো, নাকি সব অজানায়? জানো তুমি জানো, নাকি সব অজানায়?
No comments:
Post a Comment