Tuesday, August 20, 2013

চতুর্দিকে


অ্যালবামঃ দ্রোহের মন্ত্রে ভালোবাসা


চতুর্দিকে ভীষণ আঁধার বিষণ্ণ সবই আমি তখন একলা ঘরে কাহারে ভাবি? কাহারে ভাবি?
চতুর্দিকে ভীষণ আঁধার বিষণ্ণ সবই আমি তখন একলা ঘরে কাহারে ভাবি? তাহারে ভাবি।
কালা পানি, ভালা নয়তো কেউ চায়না দিতে সায় আমি দেখি তাহার ভিতর কাহার মুখ দেখা যায়, মুখ দেখা যায়...
এমন আঁধার এমন কালায় পথ হারাইয়া পথ কিসেরো ভেতরে আমি পাবো যে তাহায়, পাবো যে তাহায়...
চতুর্দিকে ভীষণ আঁধার বিষণ্ণ সবই আমি তখন একলা ঘরে কাহারে ভাবি? তাহারে ভাবি।

No comments:

Post a Comment