Thursday, August 15, 2013

ব্যবচ্ছেদ


অ্যালবামঃ দ্রোহের মন্ত্রে ভালোবাসা


চতুর্মাত্রিকায় ভূমন্ডলায়ন নারায়ণি নমস্তুতে
প্রেত সর্বস্বতায় উলঙ্গ তরবারি নাচে ধমণীতে…
“ একটা ব্যবচ্ছেদ যন্ত্র একটা হাইড্রোজেন স্ট্রফি নিয়ে যা খুশী কর
দেখবে সম্ভব হয়েছে উত্কৃষ্টতম আণবিক বিস্ফোরণ,
তারপর ভাব হোক ভ্রুণের মজাদার সব বিকৃতি,
একেই বলে প্রসন্ন নরমেদ এটা কিন্তু বেশ গণতান্ত্রিকও বটে !
ছিন্ন ভিন্ন মানুষ বিনা যে গণতন্ত্র হয় না
মুক্ত বিশ্বে সমানভাবে প্রত্যেকে উন্নত উর্ধ্বমুখী হবে,
অন্তিম সেই প্রোজ্জ্বল তেজস্ক্রিয়তার ভেতর “
চতুর্মাত্রিকায় ভূমন্ডলায়ন নারায়ণি নমস্তুতে
প্রেত সর্বস্বতায় উলঙ্গ তরবারি নাচে ধমণীতে…
চুপসে যাওয়া বেলুন মুখরতা
হায় ! হায় ! হায় ! মানবতা ! মানবতা !
নিভে যাওয়া বোধ আর জ্বলে উঠা ক্রোধ গড়ে তোলে ধ্বংসের মহাকাল…
শত শত ব্যবচ্ছেদে লেগে থাকা ক্রন্দন আর ভুলে যাওয়া ইতিহাস তোমাদের বুকের স্পন্দন,
অস্থিরতায়, নিমগ্নতায় পুড়ছে স্বদেশ পুড়ছে সবাই
তবুও রুখে দাঁড়াই আমরা
ঘুরে দাঁড়াই আমরা
ফিরে দাঁড়াই।

No comments:

Post a Comment