Monday, August 19, 2013

আমার শহর


অ্যালবামঃ দ্রোহের মন্ত্রে ভালোবাসা


আমার শহর খুব সহজে একলা পাখির মতো ভিজতে থাকে; কেউ জানে না কোন তীব্র শ্লোগান মুখর হতে এই শহরে।
সেটা কোন সময়ে হঠাৎ চোখে, বিজলী ঝলক মুখর শ্লোগান এই শহরে।
দূর মেঘ মেঘ মেঘ... দূর মেঘলা আকাশ...

No comments:

Post a Comment